25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বিপিএল ফাইনাল: টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়াসের। ফাইনালের মহারণে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফির সিলেট ।

বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়ার।

এবার সিলেটের হয়ে শিরোপা জিতলে ব্যক্তিগত পঞ্চম শিরোপা জয়ের পাশাপাশি চারদলের হয়ে ট্রফি জয়ের রেকর্ড গড়বেন মাশরাফী। জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে চার ইউকেটে ১৩৪ রান নিতে বেগ পেতে হয়েছে সিলেট।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড, তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: জনসন চালর্স, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মইন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন, সুনিল নারিন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল মুগ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর