25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক আটক

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিস ইয়াবাসহ রিয়াজ আহম্মেদ (২৫) ও প্রতীক সরকার (১৮) নামে দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত রিয়াজ নাটোর পৌরসভার দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মোঃ সুলতান খানের ছেলে এবং প্রতীক সরকার দীঘাপতিয়া এলাকার নিরাঞ্জন সরকারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।

উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ ও প্রতীক নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে একটি বিদশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিচ ইয়াবা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর