25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বেলকুচিতে জামায়াতের হরতাল কর্মসূচী’র সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আরও পড়ুন

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :

আজ বৃহস্প্রতিবার কেন্দ্র ঘোষিত ৮ম দফার ৪৮ ঘন্টার অবরোধ ও হরতাল কর্মসূচী’র ২য় দিবসে-বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলা’র উদ্যোগে হরতাল কর্মসূচী’র সমর্থনে বেলকুচিতে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় হরতাল কর্মসূচী’র সমর্থনে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে হরতাল সমর্থকেরা।

বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় জামায়াত নেতা মাওঃ সানাউল্লাহ,হাসমতুল্লাহ্,জামশেদ আলী,হাসনাত আহমদ,আবদেল মুসল্লি,মিয়া শরফুদ্দিন চৌধুরী,ইঞ্জিঃ শাহাদাজ্জমান সবুজ মিয়াজী,ছাত্রনেতা আরশাদ আলী ও আরিয়ান প্রমূখ।

হরতাল কর্মসুচি’র সমাবেশে জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায়,চলমান আন্দোলনের সকল দাবী মেনে নিয়ে কেয়ারটেকার সকরারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। তিনি,পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বেলকুচিতে গণগ্রেফতার বন্ধ করতে হবে। গত কয়েক দিনে পুলিশ বেলকুচি’র অসংখ্য নেতা-কর্মী ও নিরাপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। জামায়াত নেতা,পুলিশ ও আওয়ামী মামলা-হামলা ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে সকল নেতা-কর্মীসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের প্রতিও উদাত্ত আহবান জানান।

সমাবেশ শেষে,একটি বিরাট বিক্ষোভ মিছিল মুল সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর