25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আনন্দ মিছিল শেষে ফেরার পথে পিকআপ উল্টে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন এমপি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ায় দুমকির আনন্দ মিছিল শেষে পটুয়াখালীতে আনন্দ মিছিলে যাওয়ার পথে পিকআপ উল্টে ছাত্রলীগের ২০নেতা কর্মী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টায় দুমকির লালখান ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুরুতর আহত ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

আহতরা হলেন রোমান (১৭), তামিম (১৬), রাহাত (২০), নাঈম (১৮),তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), কাদের (১৬) ,শাকিব (২২), রুম্মান(১৭), তামিম (২০), আরাফাত (২০),আবু নাঈম (১৮),রাব্বি (১৮)। আহত সকলের বাড়ি দুমকি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এদের মধ্যে গুরুতর আহত রোমান, তামিম, রনি, পারভেজ, কাদের ও তামিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তরিকুল ইসলাম রানা নামের এক আহত ছাত্রলীগকর্মী জানান, লালখা’র ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বাউফল গামী চেয়ারম্যান পরিবহন নামের একটি বাস বেপরোয়া গতিতে আমাদের পিক আপের সামনে এসে পড়ে (তাওমারে) এবং একটি মিশুক গাড়িকে সাইড দিতে গিয়ে আমাদের পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান ঘটনার সততা স্বীকার করে বলেন। ঘটনাটি ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশকরণ প্রেরন করা হয়েছে।

  • এইবাংলা /নাদিরা শিমু /Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর