25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনার তালতলীতে ৩ মাস অনুপস্থিত থাকায় শিক্ষক বরখাস্ত

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ

বরগুনার আমতলী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের তিন মাস ধরে কোনো খোঁজ পাচ্ছেন না পরিবার ও শিক্ষা অফিস। এভাবে স্কুলে অনুপস্থিত থাকায় প্রাথমিক শিক্ষা অফিস তার বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।

ওই শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১০ আগস্ট থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত।

আমতলীর প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, ৩০ আগস্ট ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক আবুল কালামের অনুপস্থিতির বিষয় জানতে পারেন। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিস থেকে আবুল কালামের পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, কাউকে কিছু না বলে তিনি নিখোঁজ রয়েছেন। বিনা অনুমতিতে এভাবে নিখোঁজ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস তার বেতন-ভাতা বন্ধ করে দেয়।

গুলিশাখালী ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘গত ১০ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন আজাদ। খোঁজ নিয়ে জানতে পারি, তিনি ঋণগ্রস্ত ছিলেন বলে আত্মগোপনে আছেন। তাই অফিসে দেওয়া তার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ করছেন না। আবার কখনো কখনো তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয় জানতে প্রধান শিক্ষক আজাদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।

তবে তার স্ত্রী শাহনাজ পারভিন বলেন, ‘আমার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই তার মানসিক অবস্থা ভালো না। দেনায় জড়িয়ে আকস্মিক কাউকে কিছু না জানিয়ে ১০ আগস্ট থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমি আমার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করাসহ তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সরকারি চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর