25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিহত-২

আরও পড়ুন

তানভীর আহমেদ:::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা মোটরসাইকেলরোহি বলে জানা গেছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্গটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন,মনমত বৈরাগি (৩৫) ও আরিফ হোসেন (৩৩)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান জানান, নিহত মনমত বৈরাগী রয়েল নামে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তারা মোটরসাইকেলে করে লোহাগাড়ায় যাচ্ছিলেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পিকআপ চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর