যশোর প্রতিনিধি :::
যশোরের মনিরামপুর উপজেলার শ্বশানঘাট এলাকা থেকে ১কেজি ১শ’ ৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। এসময় ১জনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে একটি বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১০টি বারসহ জাহিদুর রহমান পিন্টু নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ আটক করেছে।
ডিবি পুলিশের ওসি রূপন সরকার জানান, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর শ্মশানঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস থামার জন্য সংকেত দেওয়া হয়।পরে বাসটি সেখানে দাঁড়ালে ভেতর থেকে জাহিদুর রহমান পিন্টুকে তারা আটক করেন। পরে তার কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা স্বর্ণের ১০টি বার উদ্ধার করা হয়; যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা সোনা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান।
এইবাংলা /তুহিন