প্রেস বিজ্ঞপ্তি :::
ঢাকায় উওর শাহজাহানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইউনুর ফার্নিচার মার্টের চেয়ারম্যান মো: নূর হোসেনের সহধর্মিণী আয়েশা বেগম মৃত্যুবরন করেছেন। গত ১৩ নভেম্বর ভোর ৫:২০ মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সুত্র জানা যায়, বিগত ৪ বছর যাবত তিনি কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৬০ বছর।
মরহুমার নামাজে জানাজা ও দাফন উনার নিজ গ্রামের বাড়ি রায়পুর,লক্ষীপুর, পশ্চিম কেরোয়া দারুশ সালাম জামে মসজিদে অনুস্টিত হয়েছে। মরহুমার নামাজে জানাজার ইমামতি করেন পশ্চিম কেরোয়া দারুশ সালাম জামে মসজিদের সন্মানিত খতিব আবদুল মান্নান।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন আইকন গ্যালারীর পরিচালক হাসান খান, মরহুমার ভাই মনসুর আহমেদ, পেয়ারু আহমেদ, জনতা ফার্নিচার মার্টের পরিচালক ফিরোজ আহমেদ সোহেল,আহমেদ হোসেন মানিক, নজির আহমেদ, মোহাম্মদ মুশফিক, মরহুমার মেয়ের জামাতা সামসুল আরেফিন রানা, মো: ফারুক হোসেন, জাকির হোসেন, খোকন হোসেন, সোহেল হোসেন, মরহুমার নাতি ইঞ্জিনিয়ার ইমরান ইউসুপ ঈমন, আবরার তাজওয়ার ইবান, সামসুর রহমান ঈশান প্রমুখ।
জানজা শেষে মরহুমাকে পশ্চিম কেরোয়া দারুশ সালাম জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, মরহুমা আয়েশা বেগম ছিলেন ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও ৮ নং শুলকবহর ওয়ার্ড ছাএলীগের সাবেক সহ-সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংসদ নাসিরাবাদ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন নয়নের বড় ফুফো।
মরহুমা আয়েশা বেগম মৃত্যকালে ২ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। মরহুমার ২ মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসলিমা বেগম। এবং ৩ ছেলের মধ্যে বড় ছেলে ফরিদ হোসেন আজগর উচ্চতর পড়াশুনার জন্য বর্তমানে জাপানে অবস্থান করছেন। মরহুমার বড় ছেলে উনার মায়ের জন্য মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া করার অনুরোধ করেছেন। মেঝো ও ছোট ছেলে মামুন হোসেন শাহিন, শাহাদাত হোসেন তুহিন ইউনুর ফার্নিচার মার্টের পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
আগামী ১৬ ই নভেম্বর “মরহুমা আয়েশা বেগম” ইছালে সওয়াবের উদ্দেশ্য নিজ গ্রামের বাড়ি রায়পুর,লক্ষীপুর বাদ যোহর পশ্চিম কেরোয়া দারুশ সালাম জামে মসজিদে মিলাদ মাহফিল অনুস্টিত হবে।পাশাপাশি উনার আত্নীয় সজন, এলাকাবাসীসহ গরীব, এতিম ও অসহায় দুঃস্থদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।
আগামী বৃস্পতিবার দুপুর ১২ থেকে ১ টার টার মধ্যে রায়পুর,লক্ষীপুর মরহুমার নিজ গ্রামের বাড়িতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ইউনুর ফার্নিচার মার্টের সন্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন।