মোঃ নাঈম, গাজীপুর প্রতিনিধি :::
বিএনপি জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে শান্তি সমাবেশ ও মিছিল করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার (১৩ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে মাওনা চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রয়াত এ্যাডঃ রহমত আলী ছেলে এ্যাডঃ জামিল হাসান দুর্জয় এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনাসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের কর্মসূচির নামে চোরাগোপ্তা হামলার অভিযোগ করে বলেন, ‘বাস পুড়িয়ে, মানুষ মেরে আন্দোলনে সফল করা যাবে না। তাদের নৈরাজ্য ও সহিংস রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে।’
এসময় সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের মোঃ শফিকুল ইসলাম শফি,মোহাম্মদ নাসির উদ্দিন জর্জ সাধারণ সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান বি এ,গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মিয়া, মোফাজ্জল হোসেন (খোকন) সহ-সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ, ইউসুফ আলী শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য , শেখ সাইফুল ইসলাম শ্রাবণ ৯নং ওয়ার্ড সভাপতি স্বেচ্ছাসেবক লীগ, সিফাত উল্লাহ সাবেক দপ্তর সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ, মোবারক হোসেন রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য, মাসুদ সদস্য মৎস্য জীবীলীগ শ্রীপুর উপজেলা, কবির হোসেন সাবেক সদস্য রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।