25 C
Dhaka
Thursday, October 2, 2025

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন ‘যুক্তরাষ্ট্র ও ভারত’ বৈঠক

আরও পড়ুন

কুটনৈতিক প্রতিবেদক :::

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক আলোচনা শেষ হয়েছে। ভারতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হয়। এতে বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের স্পষ্ট আলোচনা হয়েছে

ভারত-যুক্তরাষ্ট্রের সংলাপে বাংলাদেশের নির্বাচন ইস্যু ছিলো মুল বিষয়। বাংলাদেশের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনের পরিবেশ সৃস্টির নানা কৌশল নিয়ে আলোচনা হয়। 

শুক্রবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কাত্রা এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষই বাংলাদেশের বিষয়ে স্পষ্টভাবে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সম্পর্কে খুব স্পষ্টভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি। মার্কিন মন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করি তা স্পষ্টভাবে জানিয়েছি, এই আলোচনায় বাংলাদেশের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। আমি মনে করি যখন বাংলাদেশের উন্নয়ন বা নির্বাচনের কথা যখন আসে, তখন এটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করে।

তিনি বলেন, বাংলাদেশের আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। সে হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং দেশটির জনগণ নিজেদের জন্য যে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল অবস্থার আশা করে, আমরা তাদের সে লক্ষ্যকে সমর্থন দিয়ে যাব।

শুক্রবার ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও, ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য, আগামী জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ভারতে মার্কিন দুই মন্ত্রীর সফরের সময় বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে বলে আগে থেকেই অনুমান করা হয়েছিল।

এইবাংলা /তুহিন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর