25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মিথিলা ফারজানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হলেন

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক  নিয়োগ পেয়েছেন একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা। বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত আছেন মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা)। এছাড়া  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করছেন তিনি।

প্রজ্ঞাপনে  বলা হয়, ‘সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।’

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। বর্তমানে একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত। ‘একাত্তর জার্নাল’ -এর সঞ্চালনা করে থাকেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর