আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চট্টগ্রামের আনোয়ারায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (০৫ নভেম্বর) ভোরে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এবং বৈরাগ চায়না ইকোনমিক জোন রোডের মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হতে থাকে ।
আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন বলেন, ভোরে অবরোধ বাস্তবায়নে কালাবিবির দিঘির মোড় এবং চায়না ইকোনমিক জোন রোডের মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আগামীদিনের প্রদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এইবাংলা /নাদিরা শিমু/Ns