25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

শ্যামলীর যাত্রীবাহী বাসে আগুন

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। দুস্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানা গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার ইমরুল জানান, সবার সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, সন্ধ্যায় শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এর আগে বুধবার সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া, মহাখালীতে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর