25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকাশ এজেন্টের দেড় লাখ টাকা ছিনতাই

আরও পড়ুন

পটুয়াখালী প্রতিনিধি:::

পটুয়াখালীতে বিকাশের এক এজেন্টের কর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টায় পটুয়াখালী সদরের নন্দকানাই এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী শহরের বিকাশ এজেন্ট শ্রী কৃষ্ণ ভ্যারাইটিসের দোকানী নিহার বৌদ্য রাত ৯টা ২০ মিনিটে নন্দকানাই শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের শারদীয় দূর্গা পূজার ডেকোরেটরের বকেয়া টাকা দেওয়ার জন্য তিনি তার দোকানে মন্দিরের ১ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা রাখেন।

স্থানীয় প্রশান্ত শীল নিপ্পন বলেন, বরুণ, তরুণ, বিভা, পিজুস ও রাসেল দোকানী নিহার’কে অতর্কিত হামলা করে। আমরা স্থানীয়রা তাদের থামাতে গেলে আমাদের উপরও তারা হামলা করে।

দোকানী নিহার বৌদ্য বলেন, আমি দোকানে বসে টাকার হিসেব করছিলাম তখন চার পাঁচজন এসে আমার উপর হাতুড়ি ও ইট দিয়ে অতর্কিত হামলা চালায়। আমার কাছে থাকা মন্দিরের পূজার ডেকোরেটরের বকেয়া টাকা তখন ওই চারজন আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যান। ওই ক্যাশের মধ্যে প্রায় দের লাখ টাকা ছিল।

অভিযুক্ত বরুণ মন্ডল বলেন, আমি দোকান দিয়েছি অল্প কিছুদিন হয়। আমি বিকাশ এজেন্টের জন্য অফিসে আবেদন করলে ওই অফিসে চাকরি করা পবিত্র আমার এজেন্ট দিতে অস্বীকার করে। পরবর্তীতে আমার মা জিজ্ঞেস করলে বাদবিতণ্ডা হয় ও আমাদের উপর আতর্কিত হামলা করে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর