25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চবিতে ভাষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

আরও পড়ুন

গিয়াস উদ্দিন ,চবি ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজনে ‘লিংগুয়িস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাংগুয়েজ অ্যাডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী  আন্তর্জাতিক সম্মেলন-২০২৩ শুরু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চবির কলা ও মানববিদ্যা অনুষদের ২ নম্বর গ্যালারিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন  যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের লিংগুয়িস্টিকস ও কগনিটিভ সাইন্সের অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন।

ড. পিটারসন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাগত বৈচিত্র্য এবং ব্যাকরণ নিয়ে তার গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন উজবেকিস্তানের এমিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুপ্রিয়া ব্যানার্জী। তিনি একটি এলাকার ভাষাগত বৈচিত্র সামাজিকতা এবং এর সংস্কৃতি এবং   পাঠদানকে প্রভাবিত করে সেই বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া ইংরেজি’ বিষয়ক ছাত্রদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আল আমিন ।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করায় এদেশে ভাষাগত বৈচিত্র সৃষ্টি করেছে। প্রতিটি ভাষারই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। কিভাবে বিপন্ন ভাষাগুলোকে রক্ষা করা যায় তা নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ভাষা-বৈচিত্র‍্য ও ভাষা শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ছাড়াও আগামীকাল (মঙ্গলবার) ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের করা মাঠ পর্যায়ের গবেষণা কর্মের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর