24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে মিনিবাসে আগুন

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

বিএনপি- জামাত ঘোষিত তিন দিনের রাজপথ , রেলপথ ও নৌপথ অবরোধের আগের দিনে রাতে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে জিইসি এলাকার কে স্কয়ার কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পাঁচজন যুবক হেলমেড পড়া অবস্থায় পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয়। ঘটনার খুব কাছাকাছি স্থানে পুলিশের একটি ভ্যান দাঁড়ানো ছিলো বলে জানিয়েছেন তারা।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত জানিয়েছেন, রাস্তার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। এই আগুন কারা দিয়েছে তা দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগ করা বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। বাসে অগ্নি সংযোগের ঘটনার পরপরই জিইসি মোড় এলাকায় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে । অবরোধের আগের রাতে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর