25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙ্গামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আরও পড়ুন

এমডি আফসার, রাঙ্গামাটি প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘আইন মেনে সড়কে চলি ,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ রাঙ্গামাটি সার্কেল ও জেলা প্রশাসন রাঙ্গামাটি এবং নিরাপদ সড়ক চাই কর্তৃক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ আলোচনা সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলামের (সার্বিক) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খাঁন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম জাহিদ, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি বি আর টি এ সহকারী পরিচালক উসমান সারোয়ার আলম প্রমুখ।

সভায় বক্তাগণ রাঙ্গামাটিকে ট্রাফিক ও যানজটমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন। সুপারিশসমূহ আমলে গ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই রাঙ্গামাটি জেলা শাখা কমিটির আহ্বায়ক মো. আফসার বলেন,  আজকের এই দিনে ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তাহার সহধর্মিনী মরহুমা জাহানারা কাঞ্চন, যাহার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন।  সেই থেকে শুরু হয়, নিরাপদ সড়ক চাই আন্দোলন। ‘

আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর