25 C
Dhaka
Thursday, October 2, 2025

হরতালে মাঠে নেই চট্টগ্রাম নগর বিএনপি,রাজপথে আওয়ামী লীগ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির ঢাকা সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে সারাদেশে হরতাল ডাকা হলেও চট্টগ্রাম নগর বিএনপির কোন নেতাকে মাঠে দেখা যায়নি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সকাল ১০টায় নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় পিকেটিং করেছেন। দক্ষিণ জেলা ছাত্রদল চট্টগ্রাম—কক্সবাজার সড়কে এবং চান্দগাঁও থানা ছাত্রদল চান্দগাঁও এলাকায় পিকেটিং করেছে। অপর দিকে নগর যুবদল পাহাড়তলী এলাকায় এবং নগর ছাত্রদল হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় পিকেটিং করেছে।

অপর দিকে কেন্দ্রীয় বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং তার কোনো অনুসারীকে মাঠে দেখা না গেলেও তার প্রতিপক্ষ গ্রুপের নেতাদের মাঠে দেখা গেছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, কারাবন্দি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, সদস্য আসমত উল্লাহ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার সেলিম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুলের নেতৃত্বে নগরীর অক্সিজেন এলাকায় পিকেটিং করেন। উত্তর জেলা বিএনপির গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় ।

কিন্তু নগর বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি মাঠে। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে তার ব্যবহৃত মুঠোফোনে পাওয়া যায়নি। অপরদিকে সদস্য সচিব আবুল হাশেম বক্করের ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায় । তবে রোববার (২৯ অক্টোবর) দুপুরে তার ব্যক্তিগত সহকারী শহীদ জানান, গত রাতে স্যারের বাসায় পুলিশ যায়। গেইট বন্ধ থাকায় পুলিশ প্রবেশ করতে পারেনি। পরে রোববার সকাল ১০টায় তার বাসায় পুলিশ তল্লাশী চালায়। কিন্তু আবুল হাশেম বক্কর বাসায় ছিলেন না।

নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন বলেন, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে পারিনি। ঢাকার কর্মসূচি শেষ করে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশনা তো আগেই ছিল, তবু কেন পৌঁছতে পারেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় অবরুদ্ধ ছিলাম। এছাড়া গাড়ির টিকেট পাইনি। এজন্য চট্টগ্রাম পৌঁছতে পারিনি।

নগর বিএনপি সূত্রে জানা গেছে, প্রায় সকল নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছেন। তাই আজ তাদের মাঠে দেখা যায়নি। এরপর কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হোক না কেন পূর্বের ন্যায় তারা সবাই মাঠে থাকবেন নগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কারের নেতৃত্বে।

হরতালের বিরুদ্ধে দিনভর রাজপথে সরব ছিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলো। নগরীর গুরুত্বপূর্ণ আন্দরকিল্লা মোড়, লালখান বাজার, নিউমার্কেট, চকবাজার, বহদ্দারহাট, দুই নম্বর গেইট , মুরাদপুরে শুকরিয়া অবস্থায় ছিল আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলোর । তারা স্লোগান ও মিছিলে মুখরিত করে রাখে স্পটগুলো ।পাশাপাশি তারা বিক্ষোভ সমাবেশও করে । প্রায় সকল সমাবেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যে কোন নৈরাজ্যকর পরিস্থিতি রুখে দেওয়ার শপথ গ্রহণ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর