25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ৭ লক্ষ টাকার মাদকসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরে ৭ লক্ষ টাকা মূল্য মানের ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ সন্ধ্যা সোয়া ৬ টায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী জেলার সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) এবং একই উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২) কে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফ তার করে ডিবি পুলিশ । আটককৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস,ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। নাটোরে এটা নিয়ে দ্বিতীয় বারের মতো ক্রিস্টাল মেথ আইস নামে ক্রেজি মাদক ধরা পরলো।

নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর