25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

অগ্নিকান্ডে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই শ্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চলনবিলের পিছিয়ে পরা নারী উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া অগ্নিকান্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

মহড়ায় গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ১৫জন সুদক্ষ কর্মী অংশগ্রহণ করেন।

এছাড়া কলেজে ভলেন্টিয়ার, গার্লস গাইড, সাধারন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীরা সরাসরি সেই মহড়া উপভোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল করিম আব্বাসী তুহিন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ফায়ার সার্ভিসের এই মহড়া দেখার মাধ্যমে এবং আলোচনা থেকে অগ্নিকান্ড কালীন সময়ে করণীয় গুলো শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে ।

যেগুলো তারা প্রতিটি পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে লাভবান হবেন বলে তিনি জানান। ঝুঁকিপূর্ণ এলকায় তাই ফায়াস সার্ভিসের এই মহরার দেখার মাধ্যমে আমরা দূযোগ সম্পর্কে সচেতন হতে পারব।

সেই সাথে ৬শতাধিক শিক্ষার্থীদের ফায়ার সার্ভিসের সরকারী নম্বর প্রদান করেন।তিনি বলেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এই মহড়া অনুষ্ঠিত হবে।

শিক্ষক সচিব সহকারী অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান এএইচ এম একরামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন দুলাল, ফিরোজ হোসেন, অনোয়ার হোসেন, ফেরদৌসী খাতুন।

এছাড়া ৬ শতাধিক শিক্ষার্থী শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর