26 C
Dhaka
Thursday, October 2, 2025

রাউজানে জমি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

বিভিন্ন মানুষের ভূমি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে হাজী বাদশা মাবেয়া কলেজের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। বর্তমানে রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। ফলে তার প্রভাব প্রতিপত্তির কাছে অসহায় হয়ে সবকিছু মেনে নিয়েছেন ভূমি মালিকরা।

জানা যায়  ১৯৯৫ সালে চট্টগ্রামের রাউজানের ১৪ নং বাগওয়ান ইউনিয়নের কইয়াপাড়ার আট নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয়ে হাজী বাদশা মাবেয়া কলেজ। বিভিন্ন মানুষের জমি,  দান অনুদানে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা হিসেবে নাজিম উদ্দীন  লাগিয়েছেন শুধু নিজের নাম।

কলেজটির পরিচালনায় নজিরবিহীন অনিয়ম দূর্নীতি তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে। মোহাম্মদ নুরুল আলম এই শিক্ষা প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কাজ করার কথা, কিন্তু বাস্তবে সে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ নাজিম উদ্দীনের ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মচারী।  কলেজ থেকে বেতন ভাতা ও গ্রহণ করেন তিনি। কিন্তু কাজ করেন নাজিম উদ্দীনের আসাদগন্জস্থ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে।

কলেজটির নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে কলেজের মালিকানায়  রয়েছে পুকুর। কলেজের পাশে প্রায় ত্রিশ কাঠা জায়গা নিয়ে পুকুরটির অবস্থান। কিন্তু সেই পুকুরে মাছ বিক্রি করা কোন টাকা কলেজ ফান্ডে জমা দেওয়া হয় না। মাছ বিক্রি করা টাকা ভোগ করেন প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীন। দলিল অনুযায়ী  এই পুকুরেও মালিকানা রয়েছে স্থানীয় লিটন ও খোরশেদ আলমের।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  প্রতিষ্ঠাতা হিসেবে নিজের নাম ফলাও করে প্রচার করলেও ভিন্ন মালিকের জায়গা দখল করেই গড়ে তোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। নথি অনুযায়ী লিটন ও খোরশেদ আলম নামের দুইভাইয়ের পারিবারিক জায়গা দখল করে ডুকানো হয়েছে কলেজের সীমানায় ।

শুধু তাই নয় নাজিম উদ্দীনের ভাই সেলিমুল হক নিজেকে কলেজের প্রতিষ্ঠাতা দাবি করে করে কোর্টে মামলাও করেছিলেন। সেলিমুল হকের দাবি, নিজের মালিকানাধীন জমি রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। মামলা করার কারণে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আটকে যায়।

কলেজ পরিচালনায় এসব নিয়মের কথা তুললেই কলেজ থেকে চাকুরীচ্যুত করা হয়। কলেজে জোর করে শিক্ষার্থী ভর্তির অভিযোগও রয়েছে। জানা যায়, স্থানীয় কইপাড়া উচ্চ বিদ্যালয় ও কইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে ভর্তি করানো হয় বাদশা মাবেয়া কলেজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর