25 C
Dhaka
Thursday, October 2, 2025

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য হলেন সাবরিনা চৌধুরী

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য দ্বিতীয় বারের মতো দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাবরিনা চৌধুরী। চট্টগ্রামের ৫ জন রাজনীতিককে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটি অনুমোদন করেন।

এতে চেয়ারম্যান করা হয় প্রফেসর ড. খন্দকার বজলুল হককে। সদস্য সচিব করা হয় দেলোয়ার হোসেনকে।

এ কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য।

এছাড়া সদস্য করা হয়েছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে। তিনি চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য।

এ উপ কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী। যিনি সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছিলেন।

এ কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ’র কন্যা সাবরিনা চৌধুরী বর্তমানে ফটিকছড়িসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

জানতে চাইলে সাবরিনা চৌধুরী বলেন, ‘ রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আমার বেড়ে উঠা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে। দীর্ঘদিন থেকে ফটিকছড়ির আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা রেখে চলেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিলে এই আসনটি জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দিতে পারবো। ‘

বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সদস্য সচিব আমিনুল হক বাবুও এ উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর