:নিজস্ব প্রতিবেদক::
সীতাকুণ্ড থানার দুই মামলার এজাহার ভুক্ত পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব সূত্রে জানা যায়,
গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মামলা নম্বর ৩৬, তারিখ ২২শে আগস্ট ২০২৩।
এজাহার ভুক্ত আসামি মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় অবস্হান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বিশেষ একটি অভিযান পরিচালনা করে,গত ২৩.০৯.২০২৩ইং তারিখে বর্ণিত স্হানে।
অভিযানে, মোঃইলিয়াস হোসেন(৩১),পিতা:আলকাস চৌধুরী, সাং:এওয়াজ পুর,থানা: শশীভূষণ,জিলা:ভোলাকে, গ্রেফতার করতে সক্ষম হন।
উল্লেখ্য যে,গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইলিয়াছ হোসেন, সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতনসহ দুটি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী কার্যক্রমে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবসূত্র জানায়।