জোবাইর চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি :::
বাঁশখালীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বাঁশখালীর নবাগত ইউএনও জেসমিন আক্তার। তিনি সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালীর ওসি কামাল উদ্দীন পিপিএম, কৃষি কর্মকর্তা আবু সালেক, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দীন, হারুনুর রশিদ, ওসমান গণি, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, কল্যাণ বড়ুয়া, শফকত হোসাইন চাটগামী, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, আবু বক্কর বাবুল, জোবাইর চৌধুরী, সৈকত আচার্য্য, মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বাঁশখালীর বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন নবাগত ইউএনও জেসমিন আক্তার। দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
এইবাংলা/নাদিরা শিমু/NS