গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি :::
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎপৃষ্টে বহুতল ভবনের ছাদ থেকে পরে সুমাইয়া আক্তার(১২) নামের এক গৃহকর্মী নিহত হয়েছে।সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় উপজেলার কালাইয়া সিনেমা হল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে প্রভাষক কবিরের শিশুর সাথে খেলছিলো গৃহকর্মী সুমাইয়া। কার্নিসর কাছেই ছিলো পাওয়ারফুল বভোলটেজে সঞ্চালন বিদ্যুৎ লাইন। কাছে যেতেই বিদুৎস্পষ্ট হয়ে বাসার তিন তলার ছাদ থেকে পড়ে যায় সুমাইয়া। পরে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলার কালাইয়া সিনেমাহল সড়কের কালাইয়া কলেজের প্রভাষক মো. কবির হোসেনের বহুতল ভবনের ছাদ বিদুৎস্পষ্টে ছাদ থেকে পড়ে সুমাইয়া আক্তার (১২) নামের এক গৃহকর্মী নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।
এইবাংলা /নাদিরা শিমু/NS