25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নারিকেল তলায় একটি ইলেকট্রনিক্স দোকানে অগ্নিকাণ্ড

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক:::

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর (নারিকেল তলাস্থ )হক সাহেব রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ভাই-বোন ইলেকট্রনিক দোকানে ৪৫টি দামী মোবাইল সহ মূল্যবান সামগ্রী পুড়েছে।

গত ৯ আগষ্ট দুপুর আনুমানিক ২:১৫ মিনিট সময়ে এই ঘটনাটি ঘটেছে বলে ইপিজেড থানার জিডি নং ৫৪০ সূত্রে জানা গেছে। দোকানদার মোঃ মনজু মিয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে বলেন, ঐদিন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আশঙ্কা করছেন।

এতে করে দোকানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,৪০-৪৫টি দামি মোবাইল সেট,৪০টি বাটনস সেট,৭০-৮০টি সিলিংফ্যান,৩৪টি চার্জার ফ্যান,৪-৫ টি টিভি সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য পুড়েছে। তার পরিমাণ ১০-১৫ লাখ টাকা হতে পারে।
অগ্নিকাণ্ডর ঘটনায় স্থানীয় জনতা মিলে প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

এব্যাপারে ইপিজেড থানার এসআই পঞ্চানন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি সাধারণ ডায়রী নং,৫৪০/২৩,তাং-০৯/০৮/২০২৩ইং রুজু করা হয়েছে বলে জানিয়েছেন।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর