25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে নূরে আসাদের কুশপুত্তলিকায় আগুন

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:::

হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন ও নাস্তিক ব্লগার আসাদ নূরকে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মুসল্লিরা। বিক্ষোভ সমাবেশ শেষে নূরে আসাদের কুশপুত্তলিকায় আগুন দেয় বিক্ষোভকারীরা।

১১ই আগস্ট শুক্রবার দুপুরে জুম্মা নামাজ শেষে পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের মীরা বাড়ি মসজিদ থেকে টাউন জৈনকাঠী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তারা বলেন, আসাদ নূর আমাদের মহানবী কে নিয়ে কটুক্তি করেছে। আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসি চাই। এই নাস্তিক তিনি শুধুমাত্র এইবার নয় এর আগেও কয়েকবার মুসলিমদের সবার প্রিয় নবিকে নিয়ে কটুক্তি করেছে।

বক্তারা আরও বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কুলাঙ্গার আসাদ নূর বারবার ইসলামধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে জঘন্য কটূক্তি ও কুৎসা রটিয়ে বাংলাদেশের সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। সে ইসলামী চেতনাবোধ ও বিশ্বাসের বিরুদ্ধে জঘন্য বিষোদ্গার করে যাচ্ছে। সে ঘৃণার চর্চা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

এইবাংলা /নাদিরা শিমু/ NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর