25 C
Dhaka
Thursday, October 2, 2025

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে- দুলু

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেমন ভোট দিবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি বা ভোট ডাকাতির কোনো সুযোগ পাবে না। নির্বাচনে কারচুপি বা ভোট ডাকাতির কোনো প্রচেষ্টা চালালে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে নাটোরের লালপুরে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। উপজেলার গৌরিপুরে প্রয়াত ফজলুর রহমান পটলের নিজ বাসভবনে তার ছেলে লালপুর থানা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, নাটোর জেলা যুবদলের আহবায়ক এ হাই ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন, তাদের মেয়ে ও বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র মোশাররফ হোসেন, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম ও লালপুর থানা যুবদলের সভাপতি আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর