সাতকানিয়া প্রতিনিধি:::
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৭ ওয়ার্ডের একই পরিবারের ৪জন মানুষ নৌকা যোগে নিরাপদে সরে যাওয়ার জন্য বের হলে জোয়ারের পানিতে তলিয়ে যায়।চলমান প্রবল বর্ষণে কার্যত দক্ষিণ চট্টগ্রাম পানির নিচে। পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে চারদিকে থৈথৈ করছে। হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে আছে।
নিখোঁজরা হল ঐ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রহিম (৪৫), মো:শহিদুল ইসলাম (৩) পিতা মো: সেলিম, জান্নাতুল ফেরদৌস (০৪), সানজিদা আক্তারপিতা, মো: আরিফ(৪)।
নিখোঁজ শিশু জান্নাতুল ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করা হয়।
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লা চৌধুরী বলেন, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ড এর মানুষ পানিবন্দী। ৮০ থেকে ৯০ শতাংশ ঘর পানির নিচে। ইতমধ্যে ৭নং ওয়ার্ডের ৪জন নৌকায় করে নিরাপদ স্থানে যাওয়ার সময় নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার তৎপরতা চলছে।
একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ ৪জনের মধ্যে জান্নাতুল ফেরদৌস (৪) নামে শিশুটির মরদেহ শঙ্খ নদী থেকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার তৎপরতা চলছে।
এইবাংলা /নাদিরা শিমু/NS