25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান নিয়ে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:::

আগামী ৯ আগস্ট পটুয়াখালীতে ৩৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন দুর্যোগ সহনশীল ঘর প্রদানসহ আরও দুইটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-০২এর আওতায় ৪র্থ ধাপে ৩৭৩টি নতুন ঘর প্রদান হবে। সঙ্গে সঙ্গে জেলার কলাপাড়া ও গলাচিপা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এর আগেও পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, এসব উপজেলার কোথাও কোন ভূমিহীন বা গৃহহীন পরিবারের তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ওবায়দুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এইবাংলা/নাদিরা শিমু/ NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর