25 C
Dhaka
Thursday, October 2, 2025

বিপুল পরিমাণ ভেজাল হারবাল ঔষধ ও প্রসাধনী সামগ্রীসহ প্রতারক চক্রের ০৭ সদস্য আটক

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্রগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলীর তত্ত্বাবধানেবিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন লিচু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ভেজাল ঔষধ এবং প্রসাধনী সামগ্রীসহ প্রতারক চক্রের ০৭ সদস্য কে আটক করেছে।
তারা হলেন -মোঃ আইয়ুব হেলালী, আদর চৌধুরী প্রঃ হিমু , মোঃ শরীফ হাসান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইমরানুল হক, আব্দুর রহমান এবং আব্দুল্লাহ আল ফয়সাল ইমনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত হারবাল ভেজাল পণ্যসামগ্রী বিভিন্ন পন্থায় সংগ্রহ করে বর্ণিত ঘটনাস্থলে মজুদ করে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে বেশি মূল্যে বিক্রয় করে থাকে। জিজ্ঞাসা বাদ শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ টিম।

এইবাংলা /নাদিরা শিমু/ NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর