24.5 C
Dhaka
Friday, October 3, 2025

তারেক দম্পতির সাজার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

আরও পড়ুন

শাহীন আহমেদ,নীলফামারীঃঃ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু, আব্দুস সালাম বাবলা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেছেন, যে রায় দেওয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

এসময় জেলা তাতী দলের আহবায়ক শাহাজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান , সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাবুজ্জামান সিহাব, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সাংগঠনিক সম্পাদক রাজু পারভেজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর