25 C
Dhaka
Thursday, October 2, 2025

ওমানে নারী এমপি সনি গ্রেফতার!

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

ওমানে বেড়াতে গিয়ে ফটিকছড়ি হাটহাজারী সংরক্ষিত আসনের নারী নেত্রী খাদিজাতুল আনোয়ার সনি গ্রেফতার হয়েছেন, বলে জানা গেছে। তবে সরকারের কোন সুত্র বিষয়টি নিশ্চিত করতে পারে নি৷

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  ও ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ার এমপির কন্যা খাদিজাতুল আনোয়ার সনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।

খাদিজাতুল আনোয়ার সনির আটকের প্রসঙ্গে ড. মোমেন সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো খবর আমরা জানি না। আমরা জানি যে এ ধরনের কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন।কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে।সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি।এগুলো আমরা জানি না।’

ওমানে বসবাসরত বিভিন্ন সুত্রমতে, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি৷ সেখান থেকে গোয়েন্দা  পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি ওমানে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজনৈতিক সভা করার অভিযোগে ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল তাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক সে দেশে সভা-সমাবেশ করতে পারেন না।

- Advertisement -spot_img

সবশেষ খবর