জোবাইর চৌধুরী , বাঁশখালী প্রতিনিধি :::
বাঁশখালী থানা পুলিশ ৩০ জুলাই রবিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্যসহ ৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পটিয়া থানা ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামীরা হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক বাঁশখালীর কালীপুর ইউনিয়নের আজিজ আহমদের ছেলে আবু নাছের(৪০), বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের টুনু মিয়ার ছেলে মো. মোক্তার আহমদ (৪৪), বাঁশখালী পৌরষভার ৬নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি এবং একই ওয়ার্ডের ফজলুল করিমের ছেলে ছিদ্দিক আহম্মদ (৪৮), শেখেরখীল ইউনিয়নের জামায়াত নেতা এবং ওই গ্রামের এয়াকুব আলীর ছেলে কবির হোসাইন ফারুকী(৪২) এবং বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের জামায়াত নেতা টুনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গ্রেফতার আসামীরা পটিয়ায় জামায়াতের বিশাল মিছিলে নেতৃত্ব দিয়ে নাশকতার ঘটনা ঘটিয়েছে। ওইখানকার আইন শৃংখলা বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে বাঁশখালী থানায় বার্তা পাঠায়। এছাড়া উল্লেখিত ৫ জামায়াত নেতা বিরুদ্ধে পটিয়া ও বাঁশখালী থানায় একাধিক নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
এইবাংলা /নাদিরা শিমু/NS