:::সীতাকুন্ড প্রতিনিধি:::
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষি ক্ষেতে কাজ করার সময় মো. দিদারুল আলম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নুনাছড়া মসজিদ সংলগ্ন জমিতে এই ঘটনা ঘটে।
তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদার খিল গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
স্থানীয়রা জানান, আজ রবিবার বেলা ১১ টার দিকে নুনাছড়া মসজিদ সংলগ্ন জমিতে কাজ করার সময় হঠাৎ করে তার খারাপ লাগার কথা বলেন। এর কিছুক্ষণ পর বেশি খারাপ লাগতেছে জানিয়ে বাড়ি ফিরতে চান তিনি। কিন্তু কয়েক গজ সামনে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে যান। এ সময় আশপাশে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।