:::নিজস্ব প্রতিবেদক:::
অস্ত্র মামলায় দশ বছরের সাজা এড়াতে চট্টগ্রামে ২৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন জসিম উদ্দিন নামে এক আসামি। আজ রোববার তাঁকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব-৭।
গ্রেপ্তার ব্যক্তি কোতোয়ালি থানার স্টেশন কলোনির মৃত রুহুল আমিনের ছেলে।
র্যাব-৭ সূত্র আরো জানান, ১৯৮৮ সালে নগরীর কোতোয়ালি থানা-পুলিশের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হন জসিম উদ্দিন (৬০)। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ১৯৯৪ সালে মামলাটি বিচারাধীন অবস্থায় আসামি জসিম জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যান। ২০ বছর পর ২০১৪ সালে তিনি দেশে ফেরেন। এর মধ্যে আদালত আসামির অনুপস্থিতিতে অস্ত্র মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয়।’