24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আমরা খুনের রাজনীতির কবর রচনা করেছি; বাহাউদ্দিন নাছিম

আরও পড়ুন

মোঃ আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি :::

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে আমরা পঁচাত্তরের খুনীদের ফাসির দড়িতে ঝুলিয়ে বিচার করতে সক্ষম হয়েছি। আমরা খুনের রাজনীতি, খুনিদের রাজনীতি এবং ঘাতকদের রাজনীতির কবর রচনা করেছি।

রবিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকপাড় মসজিদ মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা হাওয়া ভবনে থেকেছে এবং সুযোগের সন্ধানে সেখানে যাওয়ার চেষ্টা করেছে সেই হাওয়া ভবনের দালালদের এ দেশের মানুষের সম্পদ লুণ্ঠনের কোনো সুযোগ নেই। আমরা ঘাটে ঘাটে তাদের প্রতিহত করে যাবো। কোন ভাবেই তারা মাথা উঁচু করে দাড়াতে পারবে না।

বিএনপির আন্দোলনের তীব্র সমালোচনা করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণকে হুমকি দিয়ে, বাঁধা সৃষ্টি করে, জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে, রক্তযজ্ঞ করে নির্বাচন বানচাল করার কোন সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। এটাই আমাদের প্রতিজ্ঞা।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন ওরফে সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান প্রমুখ।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর