পিরোজপুর প্রতিনিধি :::
পিরোজপুরে জামায়েতে ইসলামী বাংলাদেশের একটি আইনজীবী প্রতিনিধি দল তাদের কর্মসূচিকে
বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার করতে পিরোজপুর পুলিশ সুপার মোঃ শফিউর রহমানের কার্যালয়ে যান পিরোজপুর জামায়াতে ইসলামীর আইনজীবী প্রতিনিধি দল। শনিবার দুপুরে তারা লিখিতভাবে অবহিতকরণ পত্র নিয়ে যান সেখানে।
পুলিশ সুপারের অফিস থেকে বের হয়ে পরে আইনজীবী প্রতিনিধি দলের অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, আমরা কিছু সময় অপেক্ষা করি পুলিশ সুপার না থাকয় চিঠিটি ডিসপাস শাখায় হস্তান্তর করা হয়। ডিসপাস শাখা আমাদেরকে বলেন তারা আমাদেরকে পরে জানাবেন।আমরা আমাদের কর্মসূচি লিখিত চিঠির মাধ্যমে অবহিত করেছি,আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
প্রতিনিধি দলের সদস্য আল আমিন শেখ বলেন, আমরা জনগণের জন্যেই কর্মসূচি দিয়ে থাকি, জনগণ নিয়েই আমাদের ভাবনা। জনগনের চাওয়া পাওয়া নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে কাজ করে।