25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পল্টনে বিএনপি, বায়তুল মোকারমে আ.লীগকে সমাবেশের অনুমতি

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিনিধি :::

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরানা পল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকেও সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্প্রতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে  এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ২৩ টি শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে (মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত) আওয়ামী লীগকে এবং নয়াপল্টনে (নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত) বিএনপিকে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সমাবেশে কোনো লাঠি আনা যাবে না এবং কোনো রাজনৈতিক বিরোধী বক্তব্যও দেওয়া যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, দুই দলের কর্মসূচি পালনকালে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসারসহ গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকবে।

রাজধানীর হোটেলগুলোতে বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘এমন কোনো খবর আমার কাছে নাই। এমন হবার কথাও না। এমন অভিযোগ কোনো অফিসারের বিরুদ্ধে পাওয়া গেলে আমি তদন্ত করে দেখবো। আমরা পলিটিক্যাল পার্টি কারও বিরুদ্ধে নামিনি।’

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর