24.5 C
Dhaka
Friday, October 3, 2025

ভান্ডার জুরি প্রকল্পের পানি চান কর্ণফুলী বাম তীর হাউজিং সোসাইটির বাসিন্দারা

আরও পড়ুন

::: প্রেস বিজ্ঞপ্তি:::

ভান্ডারজুরি প্রকল্প থেকে সিডিএ কর্ণফুলী বাম তীর প্রকল্পে পানি সরবরাহের দাবীতে বুধবার দূপুর ২ টায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক   এম ফজলুল্লার কাছে স্মারক লিপি দিয়েছেন কর্ণফুলী বাম তীর প্লট মালিক সমিতি।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩০ বছরেও পানি না পাওয়ায় ৫১৯ টি প্লট সম্বলিত মেঘা হাউজিং প্রকল্পটি বিরান ভূমিতে পরিনত হয়েছে।চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনে প্রকল্পটি বিরাট ভূমিকা রাখতে পারে মর্মে উল্লেখ করে স্মারকলিপিটি পাঠ করেন সিডিএ কর্ণফুলী বামতীর হাউজিং সোসাইটির সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান।

এসময় সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক,সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াসিন (প্রাক্তন চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক সাইফুল হুদা  উপস্থিত ছিলেন।ওয়াসার পক্ষে  ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অন্যান্য ওয়াসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াসার এমডি সমিতি নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং এব্যাপারে সিডিএর যেকোন উদ্যোগের প্রতি আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক  ওয়াসার প্রধান প্রকৌশলী হতে একটি প্রতিবেদন তলব করেন। তিনি যেহেতু পদাধিকার বলে সিডিএর বোর্ড মেম্বার বিষয়টি ঐ ফোরামেও আলোচনার জন্যে সমিতি নেতৃবৃন্দ তাঁকে অনুরোধ জানান। তারা এমডির গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার বিরাট কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর