25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের তদন্ত কাল।

আরও পড়ুন

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত দূর্নীতির অভিযোগের তদন্ত কাল বুধবার শুরু হবে বলে জানা যায়।

গত ২০১৯ সালের ১৭ জুন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দ্বায়িত্ব) হিসেবে নাজনীন সুলতানা যোগদানের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে আসে। ২ জুলাই ২০২২ খ্রি: দৈনিক জনকন্ঠে ‘ জকিগঞ্জে প্রাথমিক শিক্ষা কাজে অনিয়মের অভিযোগ ‘ শিরোনামে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। ৪ জুলাই ২০২২ ‘দৈনিক যুগান্তর’ ও ‘দৈনিক আমাদের সময়ে’ পত্রিকায় জকিগঞ্জ বিদ্যালয়ের মেরামত প্রকল্পে দূর্নীতির অভিযোগ’ শিরোনামে লেখা প্রকাশিত হয়। দেখা যায় ২০২১/২০২২ অর্থ বছরে ৫২ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২ লক্ষ টাকা ক্ষুদ্র মেরামতের জন্য আসে। নাম মাত্র কাজ করে বাকী টাকা ছয় নয় হয়ে যায়। সর্বশেষ জকিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের নামে প্রশ্ন বানিজ্য শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় কাল বুধবার তদন্তে নামছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ইতোপূর্বে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি তদন্ত আসে যার স্বারক নম্বর ৩৮.০১.৯১০০.০০০.২৭.০৩২.১৯.১২৯১ তারিখ: ০৬.০৭.২০২২ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান দূর্নীতিবাজ এ শিক্ষা কর্মকর্তাকে জকিগঞ্জে দায়িত্বে রেখে সঠিক তদন্ত সম্ভব নয়। বিগত তদন্ত সহ বিভিন্ন সময়ের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আমরা নানান হয়রানির শিকার হতে হয়েছে।

এদিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এনামুল হাসিন চিশতী গত ২০২২ সালের ৩১ জুলাই সকল অনিয়ম দূর্নীতির বিষয় উল্লেখ করে সিলেট জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এনামুল হাসিন চিশতী বলেন- আগামীকাল বুধবার তদন্তে আসছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এখনো আমাকে জানানো হয়নি। জকিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস তদন্তের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তদন্তের বিষয়ে জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে আসছেন এমন কোন লিখত চিঠি পাইনি। লিখিত চিঠি পেলে আপনাদেরকে নিশ্চিত করা হবে।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর