::: চন্দনাইশ উপজেলা প্রতিনিধি::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন এবং ব্যবহারে নিষিদ্ধ ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। একই সাথে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের জন্য জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রশাসন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিক্রিতে নিষিদ্ধ বিপুল পরিমাণ পলিথিন মজুত রাখা ও বিক্রির অপরাধে দোহাজারী হাজারী টাওয়ার আন্ডারগ্রাউন্ডের হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
অপর অভিযানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় গাড়িতে ব্যবহারে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
ভবিষ্যতে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের চট্টগ্রাম জেলা পরিদর্শক উর্মি সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীলসহ সহায়তা করেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র।
এইবাংলা /নাদিরা শিমু/NS