:::সীতাকুন্ড প্রতিনিধি:::
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বহন করে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই ২০২৩ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বড় দারোগার হাট সংলগ্ন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি সিএনজি চেক পোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে সিএনজিটি থামার সাথে সাথে সিএনজির চালক ও যাত্রী সিটে বসা ০৩ জন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ শামীম (২৯), পিতা-মৃত ইসমাঈল, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মোঃ মোস্তফা, ৩। মোঃ নুরুল আহাদ (২৩), পিতা-মোঃ আলমগীর এবং ৪। মুহাম্মদ জাগির হোসেন (৩৪), পিতা-মুহাম্মদ ইসমাইল সর্ব সাং- উত্তর কমুয়া চাঁনপুর, পোঃ পুরান মুন্সীর হাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উপরোক্ত নিজ নিজ নাম-ঠিকানা প্রকাশ করতঃ স্বীকার করে যে তাদের সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীরা সিএনজির যাত্রী সিটের পিছন হতে নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি বস্তার ভিতর থেকে সর্বমোট ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগ-সাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।