ঝিনাইদহ প্রতিনিধি :
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
এই বাংলা/এমএস
টপিক
