জোবাইর চৌধুরী , বাঁশখালী প্রতিনিধি :::
ইউনিয়ন ব্যাংকের বাঁশখালীর চাম্বল শাখার ম্যানেজার মো. জাহেদুল আলমের ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব ও স্মার্ট ঘড়ি চুরি করে হজম করতে পারেনি দুই দুর্ধর্ষ চোর। তথ্য প্রযুক্তি সহায়তায় তাদেরকে চকরিয়া উপজেলার মধ্যম কোনাখালী চোরপাড়া থেকে হাতে-নাতে গ্রেফতারের পর চোরাই মালামাল উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ জুলাই ভোরে দরজা খোলা রেখে ব্যাংক কর্মকর্তা মো. জাহেদুল আলম উপজেলা সদরস্থ ভূমি অফিসের সামনে ঘুমানোর সময় ২ জন চোর ঘরে ঢুকে তার ব্যবহৃত ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব ও স্মার্ট ঘড়িসহ নগদ টাকা নিয়ে যায়। এর পর তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চোরের দলের অবস্থান চিহ্নিত করে।
মোবাইল নেটওয়ার্কে দেখা যায় ওই সব চোর কক্সবাজারের চকরিয়া উপজেলার মধ্যম কোনাখালী চোরপাড়ায় অবস্থান করছে। বাঁশখালী থানার এস আই রাজীব পোদ্দার ও এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত নানা কৌশলে অভিযান চালিয়ে ওই স্থান থেকে এলাকার মৃত মো. আকতারের ছেলে আব্দুল মজিদ (২৪) ও মো. রাশেদকে (২০) গ্রেপ্তার করে। তাদের কথামতো চোরাইকৃত ১টি ল্যাপটপ, ১টি স্মার্টফোন, ১টি ট্যাব, ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করে। বাঁশখালী থানার এস আই রাজীব পোদ্দার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় চোর ও চোরাই সামগ্রী উদ্ধার করতে পেরে খুব ভালো লাগছে। এ ব্যাপারে মামলা হয়।
এইবাংলা /নাদিরা শিমু/NS