25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের বিক্ষোভ সমাবেশ

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র আয়োজনে রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেনিকের সভাপতি মেহদী খান -এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন।

আরো বক্তব্য দেন- আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক শাহজাহান কবির, আইডিইবি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সহসভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি সত্যজিত রায়, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানান।

কর্মসূচি থেকে অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। এ সময় জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর