25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

শেখ হাসিনার পদত‍্যাগের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা

আরও পড়ুন

মেহেরপুর প্রতিনিধি :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। পদযাত্রাটি শহরের নতুন বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মাসুদ অরুণ বলেন, এই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা মনে করি এই গণজোয়ার কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনে রাজী হবে। আর যদি এটা না করেন তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবং আমাদের দলীয় নেতাকর্মীরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। তারপর একটি জাতীয় সরকার কিংবা একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচনের প্রস্তুতি নিবে।

পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক অধ‍্যাপক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে। এসময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দেখা যায়।

এইবাংলা /নাদিরা শিমু/NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর