25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুন্ড বন দখলের মুলহোতা ইউনিটেক্সের ফারহান গ্রেফতার

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুণ্ডে বনভূমি দখলের মূলহোতা ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল এণ্ড এস্টেট) ফারহান আহমেদ (৫৫) র‍্যাবের হাতে আটক হয়েছেন। রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে দশটায় নগরীর চকবাজারস্থ চট্টেশ্বরী রোডে ইপিক আবাসিক এলাকার ১২ তলা ভবন থেকে তাকে আটক করে র‍্যাব -৭ এর একটি দল।

আটক ফারহান আহমেদ চট্রগ্রামের আনোয়ারা উপজেলার পরইকরা বিং রোড় দারোগা বাড়ির মৃত ইকবাল আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানা সূত্র। র‍্যাব-৭ ফারহান আহমমেদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। অপর দুই আসামি নয়ন ও গোলাম মাওলাকে সীতাকুণ্ড থানা আটক করে। মোট তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে দলবল নিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বনের জায়গা দখল, বনভূমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টা ও মাটি খননের ঘটনায় ইউনিটেক্সের ২ শীর্ষ কর্মকর্তাসহ ৬ জনকে আসামী করে বন আদালতে মামলা দায়ের করে উপকূলীয় বন বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর