25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

মিরসরাই প্রতিনিধি,  চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মিরসরাই উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মিরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জাকিরুল ফরিদ,প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা রাজিউল ইসলাম রকি,এএফএ রাশেদুল ইসলাম,প্রদীপ চন্দ্র বর্মন,পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত আরা চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ বলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের জাতীয় কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমে মিরসরাই উপজেলায় পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীকে বছরে ১৬০ দিন ২০০ এমএল পকেটজাত পাস্তুরিত দুধ খেতে দেয়া হবে।

এইবাংলা / নাদিরা শিমু / NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর