25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

গুলশানে চেকপোস্ট-প্রবেশ পথে পুলিশের তল্লাশি

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনকে ঘিরে গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকার প্রত্যেকটি চেকপোস্ট ও প্রবেশপথে চলছে তল্লাশি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ও মোটরসাইকেল চলাচল বন্ধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) গুলশান এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গুলশান এলাকা ঘুরে দেখা যায়, গুলশান-১ ও গুলশান-২ এলাকার প্রবেশপথ, কাকলি, বনানী, গুলশান-১, গুলশান-২, বাড্ডা লিঙ্ক রোড, নতুন বাজার ও কালাচাঁদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে অনেক যানবাহন ও বহিরাগতদের গুলশানে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। তবে চেকপোস্টগুলোতে তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ।

গুলশান-১ চেকপোস্টে মোটরসাইকেল আটকে দেওয়ায় এক যাত্রী শরিফুল আলম দৈনিক এইবাংলাকে বলেন, আমার জরুরি একটা কাজ ছিল। গুলশানে কোনো বাস চলতেছে না তাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। এখন পুলিশ ঢুকতে দিচ্ছে না।

এইবাংলা/ নাদিরা শিমু /NS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর